মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে টেনে নিয়ে গেলো বাস
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ জুন ২০২৪, ১৩:৪৬
রাজধানীর বনানীতে বিনিময় পরিবহনের একটি বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বাসটি তাকে চাপা দিয়ে কিছুদূর টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পরিচয় এখনো জানা যায়নি। তবে বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে হবে।
শনিবার বনানী ২৭ নম্বর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শনিবার দুপুর ১২টার দিকে একটি মোটরসাইকেল বনানীর ২৭ নম্বর থেকে ইউটার্ন নিয়ে উত্তরার দিকে যাচ্ছিল। হঠাৎ বিনিময় পরিবহনের বাসটি মোটরসাইকেলকে চাপা দিয়ে কিছুদূর টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। এখনো নিহতের পরিচয় পাওয়া যায়নি। বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে। লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান বনানী থানার ওসি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা