গাজীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ জুন ২০২৪, ২২:৫৮
গাজীপুরের শ্রীপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ জুন) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের মো: কাইয়ুম মণ্ডলের ছেলে নাসিব (৯) এবং একই ইউনিয়নের কাওরাইদ মোড়লপাড়া গ্রামের কালু মিয়ার ছেলে জাহিদ (১০)।
তারা উভয়েই স্থানীয় দারুল উলুম হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।
মারা যাওয়া শিশুদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালের দিকে নাসিব ও জাহিদ বাসা থেকে নাশতা করে ঘুরতে বের হয়। এরপর অনেক বেলা হলেও তারা বাড়িতে ফিরে না আসায় তাদেরকে খুঁজতে বের হন পরিবারের সদস্যরা। একপর্যায়ে এলাকার রাস্তার পাশে নতুন খনন করা পুকুরের পানিতে শিশু নাসিবের জুতা ভাসতে দেখেন তার মা। তখন তিনি পুকুরে ঝাঁপ দিয়ে নিথর অবস্থায় নাসিবকে উদ্ধার করেন। পুকুর থেকে শিশু জাহিদকেও গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। শিশু নাসিব ও জাহিদকে শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শারমিন আক্তার জানান, শুক্রবার দুপুর পৌঁনে ১২টার দিকে স্বজনেরা দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সূত্র : বাসস