০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

কিশোরগঞ্জে পাচারকালে ৬০ বস্তা সার আটক, ডিলারের নামে মামলা

থানায় রাখা জব্দকৃত সার। - ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জে পিকআপে করে পাচারের সময় ৬০ বস্তা সার আটক করা হয়েছে।

শুক্রবার (১৪ জুন) এ ব্যাপারে বিন্নাটি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহানশাহ থানায় মামলা করেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি বাজার এলাকায় এসব সারসহ পিকআপটি স্থানীয়রা আটক করে।

খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ফাহিমা আক্তার ঘটনাস্থলে গিয়ে ৪০ বস্তা ইউরিয়া ও ২০ বস্তা এমওপি সারসহ মোট ৬০ বস্তা সার জব্দ করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় পাঠান।

মামলায় বিসিআইসি’র তালিকাভুক্ত সার ডিলার মো: খালেকুজ্জামানসহ মোট তিনজনকে আসামি করা হয়েছে। কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জ সদর উপজেলার কৃষি কর্মকর্তা ফাহিমা আক্তার জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বিন্নাটি বাজারে সারভর্তি একটি পিকআপ পাচারের সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এ সময় স্থানীয়রা পিকআপটি আটক করে তাকে খবর দেন। খবর পেয়ে তিনি সেখানে ছুটে যান এবং সার পাচারের বিষয়টি নিশ্চিত হন। পরে সারগুলো জব্দ করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় পাঠান। এ ব্যাপারে শুক্রবার থানায় মামলা করা হয়েছে বলেও উপজেলা কৃষি অফিসার ফাহিমা আক্তার জানিয়েছেন।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, বিসিআইসি’র তালিকাভুক্ত সার ডিলার মো: খালেকুজ্জামানের অধীনে নয়জন সাব ডিলার রয়েছে। তাদেরকে সার দিতে হলে সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে বিষয়টি অবহিত করতে হয়। কিন্তু সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে এবং সাব-ডিলারদের কাউকে না দিয়ে ডিলার মো: খালেকুজ্জামান ৬০ বস্তা সার সুজন নামে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। এসব সার ডিলারের গোডাউন থেকে সুজন সার নেয়ার সময় স্থানীয়রা সারভর্তি পিকআপ আটক করলে পাচারের বিষয়টি জানাজানি হয়।

এদিকে খালেকুজ্জামান কিশোরগঞ্জের সবচেয়ে বড় ব্যবসায়ীদের একজন হওয়ায় মামলা থেকে তার নাম বাদ দেয়ার জন্য তদবির করেন অনেক প্রভাবশালী ব্যক্তিরা বলে জানিয়েছেন একাধিক সূত্র।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, এ ব্যাপারে ডিলার মো: খালেকুজ্জামানসহ তিনজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যত প্রভাবশালীই হউক না কেনো এ বিষয়ে কাউকে কোনো ছাড় দেয়া হবে না।


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল