১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া

পিছনের দরজা দিয়ে এ সরকার ক্ষমতায় এসেছে : ফতুল্লা থানা বিএনপি

পিছনের দরজা দিয়ে এ সরকার ক্ষমতায় এসেছে : ফতুল্লা থানা বিএনপি - ছবি : নয়া দিগন্ত

ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জুন) বিকেলে ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে ফতুল্লা বাজার এলাকায় এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট এস এম আলমগীর হোসেনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।

প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম টিটু বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থবস্থায় মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে সরকারের কারাগারে আটক রয়েছেন। তারেক জিয়া মিথ্যা মামলায় দেশের বাইরে রয়েছেন। দলের ভেতর একটি কুচক্রি মহল রয়েছে তাদেরকে আমরা বলব আওয়ামী লীগের দালাল ও এজেন্ট।

তিনি বলেন, আসুন আমরা সকলে মিলেমিশে ফতুল্লা থানা বিএনপিকে শক্তিশালী করে তুলি। ৭ জানুয়ারী নির্বাচন বয়কটের আন্দোলনে তারা কোথাও ছিল না।

তিনি আরো বলেন, পিছনের দরজা দিয়ে এ সরকার ক্ষমতায় এসেছে অতিদ্রুত এ সরকারের পতন হবে। সরকার জনসমর্থন হারিয়ে ফেলেছে। তারা দেশের বাইরে অর্থ পাচার করে দেশক তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। ব্যাংকগুলোক দেউলিয়া করে ফেলেছে। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবে।

প্রধান বক্তা রিয়াদ মোহাম্মদ চৌধূরী বলেন, জিয়া পরিবার দেশ ও দেশের মানুষের জন্য সর্বোচ্চ কাজ করে যাচ্ছেন। জিয়াউর রহমান দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে ষড়যন্ত্রের শিকার হয়ে মারা যান। বেগম খালেদা জিয়া অন্যায়ের সাথে আপস না করে দেশের মানুষের জন্য কথা বলতে গিয়ে আজ তিনি কারাবন্দী। তারেক জিয়া দেশ ও জনগণের জন্য সর্বচ্চো ত্যাগ স্বীকার করে কাজ করে যাচ্ছেন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি মো: নাজির আহম্মেদ নাজির, বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুমন আকবর, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাতবর, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী জহির, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা শ্রমিক দলের আহ্বায়ক শাহালম পাটোয়ারী।

এছাড়া অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডালিম শিকদার, ফতুল্লা থানা ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, সহ-সাধারণ সম্পাদক লাভলু, ফতুল্লা থানা শ্রমিক দলের সদস্য সচিব আল আমিন ও এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমিনুল হাসান লিটন প্রমুখ।


আরো সংবাদ



premium cement