১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শ্রীনগরে মাহিন্দ্র উল্টে অটোরিকশাচালক নিহত

শ্রীনগরে মাহিন্দ্র উল্টে অটোরিকশাচালক নিহত - ছবি : নয়া দিগন্ত

শ্রীনগরে গোখাদ্য বোঝাই মাহিন্দ্র উল্টে মো: জাহাঙ্গীর নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

সোমবার (১০ জুন) বিকেলে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে উপজেলার বেঁজগাও বাসস্ট্যান্ডের পাশে এই দুর্ঘটা ঘটে।

মো: জাহাঙ্গীরের বাড়ি উপজেলার বাসাইলভোগ গ্রামে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শ্রীনগর থেকে গোখাদ্য ভুট্টা গাছ বোঝাই করে লৌহজং যাওয়ার পথে বেজগাও এলাকায় এক্সপ্রেসওয়েতে মাহিন্দ্রটি উল্টে একটি অটোরিকশার ওপর পরে যায়। এ সময় গুরুতর আহত অটোরিকশাচালক মো: জাহাঙ্গীর হোসেনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর মৃত্যুবরণ করে।

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জকে (ওসি) মোবাইলে কল করা হলে তিনি তা রিসিভ করেননি। এ কারণে সংঘঠিত দুর্ঘটনার বিষয়ে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণা করা হয়েছে কিনা তা জানা যায়নি।


আরো সংবাদ



premium cement

সকল