১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পদ্মা থেকে অবৈধভাবে বালু তোলার সময় ড্রেজারসহ গ্রেফতার ২

পদ্মা থেকে অবৈধভাবে বালু তোলার সময় ড্রেজারসহ গ্রেফতার ২ - ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরে অবৈধভাবে পদ্মা নদী থেকে বালু উত্তোলনের সময় ওই ড্রেজারের চালক ও গ্রিজারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ওই লোড ড্রেজার মেশিনটি জব্দ করা হয়েছে।

রোববার (৯ জুন) এ ব্যাপারে সিএন্ডবিঘাটের নৌ পুলিশ ফাঁড়ির এএসআই মো: মনিরুল ইসলাম কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

গ্রেফতাররা হলেন ড্রেজারচালক হেলাল হাওলাদার (৩২) ও গ্রিজারম্যান রাকিব গাজী (২০)। তাদের বাড়ি খুলনার দাকোপ থানার খেজুরিয়া ও নলিনিয়া গ্রামে।

মামলার এজাহারে এএসআই মনিরুল উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার বিকেলে ড্রেজার মেশিন দিয়ে বালু তোলার সময় তাদের আটক করা হয়। তাদের হেফাজত হতে একটি ড্রেজার জব্দ করা হয়, যার গায়ে কোনো নাম লেখা নাই এবং কোনো এম নম্বর নাই।

এএসআই মনিরুল বলেন, গ্রেফতাররা বালু উত্তোলন সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি। পরে জব্দ হওয়া লোডমেশিনসহ থানায় হাজির হয়ে তিনি এ ব্যাপারে মামলা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার (৯ জুন) তাদের বিরুদ্ধে পেনাল কোডের ধারাসহ বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। এছাড়া লোড ড্রেজারটি জব্দ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement