গ্যাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
- নারায়ণগঞ্জ প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
- ০৮ জুন ২০২৪, ১২:৩৯
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় ভুক্তভোগী মানুষ।
শনিবার সকালে সিদ্ধিরগঞ্জে নাসিক ৩নং ওয়ার্ডের পুর্ব সানারপাড়া, মনু মিয়া মার্কেট, নিমাইকাশরি, মাদানীনগর, বক্সনগরসহ আশেপাশের বিপুল সংখ্যক মানুষ ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিলসহ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় তারা গ্যাসের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা।
ভুক্তভোগীদের দাবি, নাসিক ৩নং ওয়ার্ডের বাসিন্দারা নিয়মিত গ্যাস বিল পরিশোধ করার পরও তারা বাসা-বাড়িতে রান্নার চুলায় গ্যাস পাচ্ছে না। ফলে তাদের দুর্ভোগের শেষ নেই। বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছে।
মাদানি নগরের বাসিন্দা ইখতিয়ার রায়হান জানান, গ্যাস সঙ্কট দীর্ঘ দিন ধরে চলছে। কোনা সমাধান হয়নি। সারাদিন চুলায় কোন গ্যাস থাকে না। আমাদের কষ্ট দেখার কি কেউ নেই?
সানারপাড় এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম জানান, মাস শেষে নিয়মিত গ্যাস বিল দেই। কিন্তু গ্যাস পাচ্ছি না। গ্যাস সঙ্কটের কারণে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বক্স নগর এলাকার বাসিন্দা ইউসুফ আলী জানান, বাসায় গ্যাস না থাকার কারণে প্রায়ই হোটেল থেকে খাবার কিনে এনে খেতে হয়। এভাবে আর কত দিন? এর একটা বিহিত হওয়া দরকার।
এদিকে গ্যাসের দাবিতে মহাসড়ক অবরোধ করার কারণ দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল, কাঁচপুর এবং সাইনবোর্ড রায়ের বাগসহ আশেপাশের এলাকায় যানযট দেখা দেয়।
মহাসড়ক অবরোধে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের রাস্তার পাশে সরিয়ে দিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা