১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

স্বামীর তালাবদ্ধ ফার্মেসিতে মিলল স্ত্রীর গলা কাটা লাশ

- ছবি - ইন্টারনেট

গাজীপুরে স্বামীর তালাবদ্ধ ফার্মেসি থেকে স্ত্রীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১১টার দিকে জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আদিব ডাইং কারখানার পাশের মোস্তফা কামাল মার্কেটের একটি ওষুধের দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ রেহেনা আক্তার (২৭) যশোর জেলার সদরের মো: কিবরিয়ার (৪০) স্ত্রী। তাদের বাড়িও একই জেলায় বলে জানিয়েছে পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান, মার্কেটের মালিক মোস্তফা কামাল ও স্থানীয়রা জানায়, শুক্রবার সারাদিন ফার্মেসি বন্ধ থাকায় অনেক মানুষ দোকান থেকে ওষুধ ও মোবাইল ফোনে রিচার্জ করতে এসে ফিরে যায়। পরে পাশের মুদি দোকানি সোহেল বিষয়টি মার্কেটের মালিক মোস্তফা কামালকে জানায়। এরপর মোস্তফা কামালসহ স্থানীয়রা ওই ফার্মেসির শাটারের নিচ দিয়ে দোকানের ভেতর আলো জ্বালানো এবং একজন নারীকে পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ এসে তালা ভেঙে নারীর গলা কাটা লাশ উদ্ধার করে। লাশের পাশ থেকে একটি ধারালো বটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, স্বামী স্ত্রীকে হত্যার পর লাশ ফেলে পালিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ ক্রিয়াধীন।

স্থানীয়রা জানান, প্রায় বছর খানেক ধরে স্ত্রীকে নিয়ে মোস্তফা কামালের বাড়িতে ভাড়া ছিলেন কিবরিয়া। তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি দোকান ভাড়া নিয়ে ওষুধসহ মোবাইল ব্যাংকিং ও রিচার্জের ব্যবসা পরিচালনা করতেন। চার মাস আগে মোস্তফার ভাড়া বাড়ি ছেড়ে দিয়ে স্ত্রী রেহেনাকে গ্রামে পাঠিয়ে দেয় এবং দোকানে বসবাস শুরু করে। তিন দিন আগে রেহেনা বাড়ি থেকে আসে এবং স্বামী-স্ত্রী দু’জনই দোকানে বসবাস শুরু করে।


আরো সংবাদ



premium cement
মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না : বিক্রম মিশ্রি ডুয়েটে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণে সেমিনার ও প্রদর্শনী মেলা শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন, যেসব বিষয়ে আলোচনা হবে ট্রাইব্যুনালে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি কংগ্রেসে সমালোচকদের সম্মুখীন ব্লিংকেন

সকল