১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ ভাইসহ নিহত ৩, আহত ১

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ ভাইসহ নিহত ৩, আহত ১ -

গাজীপুরে দু’টি পৃথক সড়ক দুর্ঘটনায় দুইভাইসহ তিনজন নিহত এবং এক নারী আহত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) জেলার কালীগঞ্জ ও গাছা থানা এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁদপুর জেলা সদরের সেকদী পাঁচগাঁও এলাকার মো: মফিজ তফাদারের দুই ছেলে আহসান হাবিব তপাদার (২৮) ও ইজিবাইকচালক মেহেদী হাসান তপাদার (২৫) এবং বগুড়া জেলার নন্দীগ্রাম থানার হাটলাল এলাকার মো: জুয়েলের ছেলে বিআরটি প্রকল্পের কর্মী মো: নোহাদ (১৯)।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহতাব উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের নলাছাটা এলাকায় টঙ্গীগামী যাত্রীবাহী বাস বিপরীতদিক থেকে আসা কালীগঞ্জগামী একটি ইজিবাইককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকচালক মেহেদী হাসান তপাদার নিহত হন। এ ঘটনায় ইজিবাইকআরোহী নিহত মেহেদীর বড়ভাই আহসান হাবিব এবং রুমানা আফরোজ (২৮) আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আহসান হাবিবকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

একইদিন বাবার সামনে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ছেলে নোহাদ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বাবার সাথে বিআরটি প্রকল্পের চৌরাস্তা এলাকার কাজে যোগ দিতে যাওয়ার সময় গাছা থানাধীন হারিকেন ফ্যাক্টরি (ডেগের চালা রোডের মাথায়) এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে বলে জানিয়েছেন গাছা থানার ওসি জিয়াউল ইসলাম।


আরো সংবাদ



premium cement
সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা আগামীতে সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে বেক্সিমকোর জন্য ১৮০ কোটি টাকা ছাড় করছে জনতা ব্যাংক বেকারত্বহীন বাংলাদেশ গঠনে কাজ করছে জামায়াত : ডা: শফিক বিজয় ঘোষণার অপেক্ষা ভারতকে দেয়া সুইজারল্যান্ডের বিশেষ সুবিধা প্রত্যাহার

সকল