গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ ভাইসহ নিহত ৩, আহত ১
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ০৬ জুন ২০২৪, ২১:১৩
গাজীপুরে দু’টি পৃথক সড়ক দুর্ঘটনায় দুইভাইসহ তিনজন নিহত এবং এক নারী আহত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) জেলার কালীগঞ্জ ও গাছা থানা এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁদপুর জেলা সদরের সেকদী পাঁচগাঁও এলাকার মো: মফিজ তফাদারের দুই ছেলে আহসান হাবিব তপাদার (২৮) ও ইজিবাইকচালক মেহেদী হাসান তপাদার (২৫) এবং বগুড়া জেলার নন্দীগ্রাম থানার হাটলাল এলাকার মো: জুয়েলের ছেলে বিআরটি প্রকল্পের কর্মী মো: নোহাদ (১৯)।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহতাব উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের নলাছাটা এলাকায় টঙ্গীগামী যাত্রীবাহী বাস বিপরীতদিক থেকে আসা কালীগঞ্জগামী একটি ইজিবাইককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকচালক মেহেদী হাসান তপাদার নিহত হন। এ ঘটনায় ইজিবাইকআরোহী নিহত মেহেদীর বড়ভাই আহসান হাবিব এবং রুমানা আফরোজ (২৮) আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আহসান হাবিবকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
একইদিন বাবার সামনে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ছেলে নোহাদ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বাবার সাথে বিআরটি প্রকল্পের চৌরাস্তা এলাকার কাজে যোগ দিতে যাওয়ার সময় গাছা থানাধীন হারিকেন ফ্যাক্টরি (ডেগের চালা রোডের মাথায়) এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে বলে জানিয়েছেন গাছা থানার ওসি জিয়াউল ইসলাম।