১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচন স্থগিত : ধর্মঘটে বাস শ্রমিকরা, বাস চলাচল বন্ধ

- ছবি : নয়া দিগন্ত

আদালতের আদেশে ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের (১০৫৫) ত্রিবার্ষিক নির্বাচন স্থগিতের ঘটনায় বিক্ষুব্ধ বাস শ্রমিকেরা ফরিদপুর থেকে সকল ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে।

বৃহস্পতিবার দুপুর ৩টার পর থেকে শহরের পৌর বাস টার্মিনালের সামনে সড়কে টায়ার জ্বালিয়ে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করে। এ সময় তারা বাস চলাচল বন্ধ করে দেয়।

উল্লেখ্য, আগামীকাল (শুক্রবার) ফরিদপুর জেলা মোটর ওয়ার্কার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন হওয়ার কথা ছিল।

এর আগে, আজ বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজের দ্বিতীয় শ্রম আদালতের চেয়ারম্যান মো: আব্দুল হামিদ এক আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিতের অন্তর্বর্তীকালীন এক আদেশ দেন। এ খবর পৌছার পর থেকেই বিক্ষুব্ধ হয়ে উঠেন বাস শ্রমিকেরা।

জানা গেছে, মাহাবুব উদ্দিন মোল্যা নামে এক ব্যক্তি ট্রেড ইউনিয়নের সাথে স্পেশাল কোনো মিটিং ছাড়াই নির্বাচনের তফসিল ঘোষণাসহ আরো কয়েকটি অভিযোগ এনে নির্বাচন স্থগিতের জন্য শ্রম আদালতে আবেদন করেন।

এ দিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলন করেন মোটর ওয়ার্কার্স ইউনিয়নের নেতারা।

তারা অভিযোগ করেন, প্রভাবশালী মহলের ইন্ধনে আদালতে ভুল তথ্য দিয়ে নির্বাচন স্থগিত করা হয়েছে। এতে হাজার হাজার শ্রমিকেরা বিক্ষুব্ধ। তারা স্ব প্রণোদিত হয়ে কর্ম-বিরতিতে নেমেছে। এই পরিস্থিতির অবসান কবে নাগাদ হবে তা তারা জানেন না। এ ব্যাপারে তারা ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপসহ সকলের সহায়তা কামনা করেন।

এছাড়া সংবাদ সম্মেলনে জেলা মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির, সাধারণ সম্পাদক গোলাম মো: নাসির বক্তব্য দেন।


আরো সংবাদ



premium cement
পূর্ব সুদানের বেশিভাগ বাস্তুচ্যুত পরিবার খাদ্যাভাবে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘শূন্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা ভারতকে দেয়া ‘বিশেষ সুবিধা’ বাতিল করল সুইজারল্যান্ড বুদ্ধিজীবী দিবসে ঢাবি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

সকল