সাভারে নির্মাণশ্রমিকের মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ জুন ২০২৪, ২৩:১৫
সাভারের বিরুলিয়ায় রশি ছিড়ে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে নিচে পড়ে হাসান আলী (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) বিকেলে সাভারের বিরুলিয়ার দত্তপাড়া এলাকার জনৈক জাহানারা আক্তারের মালিকানাধীন মায়ের স্মৃতি জাহানারা প্যালেসে এ ঘটনা ঘটে।
হাসান আলী নির্মাণাধীন ওই ভবনে স্যানেটারির কাজ করত। তার বাড়ি পিরোজপুরে। সে সাভার পৌরসভার সিরামিকস এলাকায় পরিবার নিয়ে থাকত বলে জানা গেছে।
নিহত হাসান আলীর স্ত্রী সুলতানা নাসরিন জানান, শুনেছি কাজ করতে গিয়ে রশি ছিঁড়ে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় হাসান।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম জানান, সাভারের দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। কোনো অভিযোগ না থাকায় পরিবারের সদস্যরা লাশ নিয়ে গেছে।
সূত্র : বাসস