১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কটিয়াদীতে জলাবদ্ধতায় ৫০০ পরিবার পানিবন্দী

কটিয়াদীতে জলাবদ্ধতায় ৫০০ পরিবার পানিবন্দী - ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকার কামারকোনা মহল্লা-সংলগ্ন রাস্তাসহ একটি জমিতে জলাবদ্ধতা থাকায় এখানকার পূর্ব ও পশ্চিম বাগরাইট নামক দুই গ্রামের প্রায় ৫০০ পরিবার এক সপ্তাহ ধরে পানিবন্দী হয়ে বড় দুর্ভোগে পড়েছে।

জানা যায়, প্রতি বছর বর্ষা না এলেও একটু বৃষ্টি হলেই এ দু এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। তাছাড়া এ বছর ঘূর্ণিঝড় রেমালের কারণে এখানে প্রচুর বৃষ্টি হওয়ায় কামারকোনা এলাকায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে দুই এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই।

এদিকে পৌরসভার এই স্পর্শকাতর স্থানটিতে বালু-ইট ভর্তি ট্রাক এসে রাস্তার বেহাল অবস্থা বানিয়ে দিয়েছে, যা দেখার কেউ নেই। পৌর প্রশাসনকে ওই লোকজন জানালেও এর কোনো প্রতিকার হচ্ছে না।

এছাড়া জলাবদ্ধ রাস্তার মেইন রোডের পাশে একটি নতুন বাড়ি নির্মাণের কাজ করায় ওই স্থানের জলাবদ্ধতা নিরাময়ের কোনো লক্ষণ দেখা যাচ্ছে। যদিও ওই নতুন বাড়ি নির্মাণের বিপরীত দিকে একটি খাল ভার্টের পথ বর্তমানে বন্ধ রয়েছে। ফলে সহসাই ওই এলাকায় পানি সরছে না।

কামারকোনা মহল্লার বাসিন্দা ও চান্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ভুইয়া গঙ্গা বলেন, ওই এলাকায় প্রায় সময়ই একটু বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কটিয়াদী পৌর মেয়র একটু উদ্যোগ নিলেই জলাবদ্ধতা দূর হবে। সাথে দুই গ্রামের ৫০০ পরিবারের চরম দূর্ভোগের অবসান ঘটবে।

কটিয়াদী পৌর কাউন্সিলর মাহফুজুর রহমান মিটু বলেন, ওই এলাকার কয়েকজন জন মানুষ মঙ্গলবার দুপুরে পৌর মেয়রের কাছে আবেদন করলে তাদের জলাবদ্ধতা নিরসনের জন্য কয়েকটি পাইপের বরাদ্দ দেয়া হয়েছে। তারপর মঙ্গলবার বিকেলে আমার দায়িত্বে চারটি পানি নিষ্কাষণ পাইপ সেখানে পৌঁছে দিয়েছি। নতুন বাড়ি নির্মাণের শ্রমিকরা তাদের নিজ দায়িত্বে আগামী বুধবার সকালে লাগিয়ে জলাবদ্ধতা নিরসন করবেন।


আরো সংবাদ



premium cement
দেলদুয়ারে বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ভালুকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন খুলনায় হাসিনা ফিরে আসার ভিডিও, তদন্তে ৪ সদস্যের টিম বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী পাকিস্তান আরএনপিপিতে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল আধিপত্যবাদমুক্ত একটি ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দিবে জামায়াত : গোলাম পরওয়ার বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিলিয়ন ডলার হারাচ্ছে বাংলাদেশ : গভর্নর

সকল