১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিরাজদিখানে হত্যার ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা, গ্রেফতার ৩

গ্রেফতার ইকবাল খান ও বাপ্পি - ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ সিরাজদিখানে ক্রিকেট খেলা ও নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের চাপাতির কোপে মো: আবুল হাশেম (৪৫) নামের এক যুবকে হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৪ মে) দুপুরে মামলা ও গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সুমন।

এর আগে সোমবার দিবাগত রাতে নিহত আবুল হাসেমের স্ত্রী সখিনা বেগম ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৬০ থেকে ৭০ জনের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মামলা করেন।

পরে এ ঘটনায় ইকবাল ও বাপ্পি নামে দু’জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এছাড়া মামলার এজাহারভুক্ত অপর আসামি নাছির খানকে ডিবির সহায়তায় ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করে থানা পুলিশ।

সিরাজদিখান থানার ওসি বলেন, আবুল হাসেম হত্যার ঘটনায় মামলার ১৯ আসামির মধ্যে ইকবাল খান ও মো: নাইম বাপ্পি নামে দু’জনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মনু বেপারীর ছেলে জাবেদ ওমরের সাথে একই গ্রামের আব্দুর রহমানের ছেলে ও বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজের মেয়ের জামাতা মো: জহিরুলের সাথে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। গেলো ৩১ মে রামকৃষ্ণদী বাজার মাঠে নির্বাচনী বিরক্তি কেন্দ্র করে ও ক্রিকেট খেলাকে নিয়ে দুপক্ষের মধ্যে মারামারী হয়। সোমবার সকাল ১০টায় স্থানীয়রা দুপক্ষের মধ্যে বিচার শালিশ করে মীমাংশা করেন। কিন্তু ওই দিন বিকেল ৪টার দিকে জাবেদ ওমরের লোকজন জহিুরুলের লোজনের ওপর হামলা করে। এ সময় জহিরুলে সমর্থক মো: হাশেমকে চাপাতি দিয়ে কোপালে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহত আবুল হাসেম চরকুন্দলিয়া এলাকার উত্তর পাথরঘাটা গ্রামের সুলতান মিয়ার ছেলে।


আরো সংবাদ



premium cement