১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

- ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গায় রেললাইনে কাটা পড়ে রবিউল শেখ (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালীগ্রাম বাজার-সংলগ্ন দীঘলকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

রবিউল উপজেলার কালামৃধা ইউনিয়নের ভাষড়া গ্রামের লিটন শেখের ছেলে।

সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে খুলনা থেকে ঢাকাগামী একটি ট্রেন ওই এলাকায় পৌঁছলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই রবিউল মারা যান। পরে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

রবিউল কী কারণে বা কিভাবে মারা গেছে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

রবিউলের পরিবারের সদস্যরা জানায়, তিনি রেললাইন প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো খুব ভোরে বাড়ি থেকে বের হয়ে রেল প্রকল্পে আসেন।

রবিউলের বাবা জানান, দু’মাস আগে রেল প্রকল্পে চাকরি নিয়েছে তার ছেলে, আজ সকালে আমার কাছ থেকে ১০০ টাকা ভ্যান ভাড়া নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে বেলা ১১টার দিকে খবর পাই আমার ছেলে রেললাইনে কাটা পড়ে মারা গেছে।

রেলওয়ে থানা পুলিশের তদন্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) প্রফুল্ল জানান, রেললাইনে দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে তার পরিচয় শনাক্ত করে। সুরতহাল শেষে পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, একই স্থানে গত মঙ্গলবার পাশের দীঘলকান্দা গ্রামের নেহার বেগম নামের আরেক মহিলা ট্রেনে কাটা পড়ে মারা যান। এ নিয়ে এলাকায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।


আরো সংবাদ



premium cement
সাবেক ৫ এমপির স্ত্রী-সন্তানসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জানতে চায় ট্রাইব্যুনাল সুইজারল্যান্ডে থাকা সিরিয়ার হিমায়িত অর্থের পরিমাণ জানালো সুইস সরকার ইসরাইলি হামলায় ২১ জন নিহত : বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ২০২৪ সালে ৫৪ জন সাংবাদিককে হত্যা যাত্রাবাড়ী থানার ওসিকে ১৫ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা ইন্টারনেট বিচ্ছিন্ন করার বিষয়ে পলককে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট

সকল