আড়াইহাজারে হত্যা মামলার যাবজ্জীবন আসামি গ্রেফতার
- আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ০৩ জুন ২০২৪, ১৯:৪৭
আড়াইহাজারে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল হোসেনকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-১১।
সোমবার (৩ জুন) সকালে সদর চামুরকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তি আবুল হোসেন ওই গ্রামের মরহুম চান মিয়ার ছেলে।
র্যাব-১১-এর এ এসপি সনদ বড়ুয়া জানান, গত মঙ্গলবার (২৮ মে) নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামি আবুল হোসেনকে আড়াইহাজার থানায় করা একটি হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আসামি দীর্ঘদিন আত্মগোপনে ছিল এবং বিজ্ঞ আদালতের রায় ঘোষণার পর প্রধান আসামি আবুল হোসেনকে গ্রেফতারের লক্ষে র্যাব-১১ একটি গোয়েন্দা দল জোর তৎপরতা শুরু করে। একপর্যায়ে র্যাব-১১-এর একটি গোয়েন্দা দল গোপন তথ্যের মাধ্যমে আসামি আবুল হোসেনের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। ফলশ্রুতিতে র্যাব-১১ আসামিকে গ্রেফতারের উদ্দেশে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১১-এর অভিযানে সোমবার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক প্রধান আসামি আবুল হোসেনকে আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ’কে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, নিহত ওসমান আড়াইহাজার উপজেলার চামুরকান্দির বাসিন্দা এবং সে পেশায় রিকশাচালক ছিল। গ্রেফতার প্রধান আসামি ও তার সহযোগী আসামিরা রিকশাচালক ওসমানের লাশ ইবারদী এলাকার বিলের মধ্যে একটি পুকুরের পাশে জঙ্গলে ফেলে রাখে। পরবর্তীতে ওই স্থান হতে তার লাশ উদ্ধার করা হয়।
ওই ঘটনায় নিহত ওসমানের বাবা আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা করেন। পরে এই মামলার দীর্ঘ শুনানি শেষে আসামি আবুল হোসেনে (৩০) এর বিরুদ্ধে হত্যা মামলার ৩০২/৩৪, পেনাল কোড-১৮৬০ ধারায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন।