০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

মানিকগঞ্জে কাভার্ডভ্যান-অটো সিএনজির সংঘর্ষ, চালকসহ নিহত ২

মানিকগঞ্জে কাভার্ডভ্যান-অটো সিএনজির সংঘর্ষ, চালকসহ নিহত ২ - প্রতীকী ছবি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় কাভার্ডভ্যান-সিএনজিচালিত অটো-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন।

সোমবার বেলা ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবালয় উপজেলার শিবালয় ইউনিয়নের আব্দুল লতিফের ছেলে অটো-সিএনজির চালক মো:আমিনুল ইসলাম (৫০) এবং একই উপজেলার ছোট আনুলিয়া এলাকার মাইনুদ্দিনের ছেলে মো: রুবেল মিয়া (২৬)।

পুলিশ জানান, সকালে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের সাথে পাটুরিয়াগামী সিএনজিচালিত অটো-সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটো-সিএনজির চালক নিহত হয়। গুরুতর অবস্থায় সিএনজির যাত্রীকে উদ্ধার করে ঘিওরের মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চালক কাভার্ডভ্যানটি নিয়ে দ্রুতই ফেরি পার হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে কাভার্ডভ্যান জব্দ করা হয়। এরপর অভিযান চালিয়ে কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোহাম্মদ ইব্রাহিম জানান, দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যান ও অটো-সিএনজি জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মহাসড়কে নিষিদ্ধ অবৈধ যানবাহনের চলাচলের বিষয়ে কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারেননি হাইওয়ে ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম।


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল