সাভারে সিকিউরিটি সার্ভিসে চাকরি দেয়ার নামে প্রতারণা, আটক ৭
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ০৩ জুন ২০২৪, ১৮:০১
সিকিউরিটি সার্ভিসে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে সাভারে ফিউচার প্লান-সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ সময় এ প্রতিষ্ঠানের প্রতারক চক্রের প্রধানসহ সাতজনকে আটক করা হয়েছে।
সোমবার (৩ জুন) দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেন বলে জানান সাভার মডেল থানার (এসআই) মো: হাসান সিকদার । এর আগে ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলা করা হলে রোববার রাত ১১টার সময় সাভার পৌরসভার ব্যাংক কলোনি মহল্লার সাবেক কলেজ ভবনের তৃতীয় তলায় ফিউচার প্লান-সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামে অফিসে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাদরেকে আটক করা হয়।
আটকরা হলো প্রতারক চক্রের প্রধান ফিউচার প্লান সিকিউরিটি সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও পটুয়াখালী জেলার গলাচিপা থানার খলিলুর রহমানের ছেলে রবিউল ইসলাম (২৪), প্রতিষ্ঠানটির সাথে জড়িত পটুয়াখালী জেলার গলাচিপা থানার ইসমাইল শাহের ছেলে আল আমিন (২৪), নরসিংদী জেলার সদর থানার মোসলে উদ্দিনের ছেলে লাদিন জিহাদ (২১), সিলেট জেলার বিয়ানী বাজার থানার আজির উদ্দিনের ছেলে শরিফ উদ্দিন (২১), রংপুর জেলার কোতোয়ালি থানার রুহুল আমিনের ছেলে আব্দুল আহাদ (২০), সিরাজগঞ্জ জেলার চরমালসা পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান (২০) ও চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার লাল চাঁনের ছেলে সাগর হাসান (২০)।
জানা যায়, প্রান্তিক পর্যায়ের বিশেষ করে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা জেলাসহ বিভিন্ন জেলার অসহায়দের ঢাকার গুলশান, উত্তরা, গাজীপুরসহ বিভিন্ন স্থানে সিকিউরিটি সার্ভিসে চাকরি দেয়ার নামে চাকরির ফরম পুরণ, খাওয়া খরচ, থাকা খরচ, এমনকি চাকরি দেয়ার আগেই প্রমোশন বাবদ মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সাভারে ফিউচার প্লান-সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের প্রতারক চক্রের প্রধানসহ সাতজনকে আটক করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চাকরি প্রার্থীদের সুযোগ সুবিধা সম্বলিত ছয় পাতা ফরম, মানি রিসিট মুড়ি বই, রেজিস্টার খাতা, সিল মহর, যোগদান ফরম, টাকার অফেরতযোগ্য অঙ্গীকারনামা, কমিশনের টাকা তোলার ডায়রিসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। প্রথমে কোনো টাকা পয়সা লাগবে না বললেও পরবর্তীতে চক্রটি বিভিন্ন খাত দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। আর চাকরি প্রার্থীরাও চাকরির আসায় নিজ নিজ জেলা থেকে সর্বশেষ সম্বলটুকু বিক্রি করে চক্রটির হাতে তুলে দিতেন।
এ ঘটনায় বাগেরহাট জেলার চিতলমারী থানার পাঙ্গাসিয়া গ্রামের ননী গোপাল গুহর ছেলে সৌরভ গুহসহ (৩০) কয়েকজন ভুক্তভোগী সাভার মডেল থানায় মামলা করেন।
সাভার মডেল থানার (এসআই) হাসান সিকদার জানান, প্রান্তিক পর্যায়ের খুবই অসহায় ব্যক্তিরা হয়ত ৫০০ টাকা নিয়ে ঢাকায় আসছেন। তারা চাকরি পাবেন সে আসায় তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল চক্রটি। পরে অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রের সাত সদস্যকে আটক করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা