১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কোটালীপাড়ায় নারীকে গলা কেটে হত্যা

নিহত নারী - ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অজ্ঞাতপরিচয় এক নারীকে (৫৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাতে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের চৌধুরির হাট বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই নারী দীর্ঘদিন ধরে পাগলের বেশে ঘুরে বেড়াতেন ওই এলাকায়। রোববার সকালে বাজারের চান্দিনার মধ্যে নিজের তৈরি ঝুপড়ির পাশে ওই নারীর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় জনতা।

এ ঘটনায় সিআইডি ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ



premium cement