১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বোয়ালমারীতে জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী পালিত

বোয়ালমারীতে জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী পালিত - ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরের বোয়ালমারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপি এবং সকল সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার (০১ জুন) দুপুরে হাসপাতাল রোডস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বোয়ালমারী পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু।

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাকির শেখ, কেন্দ্রীয় কৃষকদল নেতা মো. আমিনুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর হোসেন কালা মিয়া, বিএনপি নেতা মফিজুর কাদের খান মিল্টন, উপজেলা যুবদলের আহবায়ক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, কাউন্সিলর শেখ আজিজুল হক, উপজেলা জাসাসের সভাপতি মো. শাহিন আনোয়ার, যুবদল নেতা মো. আলম শেখ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুব হাসান সজিব, পৌর ছাত্রদলের আহবায়ক মো. মাহফুজ মিয়া, যুগ্ম আহবায়ক জাকারিয়া মোল্যা ‍সুমন, জুয়েল প্রমুখ।

এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাদের সুস্বাস্থ্য কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুল মতিন।

 


আরো সংবাদ



premium cement
অভিবাসী ফেরত না নিলে সম্পর্ক ছিন্ন করার হুমকি ট্রাম্পের খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ হাসিনা আবার আসবে’ ঘূর্ণিঝড় চিডোর কারণে ফ্রান্সের মায়োটে সর্বোচ্চ সতর্কতা জারি ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে হাসিনা-আমুসহ ৩৯ জনের নামে ঝালকাঠি ও নলছিটিতে মামলার এজহার আইনজীবী আলিফ হত্যার কথা স্বীকার করেছেন রিপন দাশ খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ নেতা আশুতোষ চাকমা গ্রেফতার চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কুষ্টিয়ায় শিক্ষক সমাবেশ মেসির মতো অনন্য উচ্চতায় পৌঁছানো অসম্ভব না : ইয়ামাল

সকল