০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

গরু বিক্রির টাকার অংশ হাইস্কুলের অডিটোরিয়াম তৈরির জন্য দেব : সেলিম ওসমান

- ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেছেন, ‘স্কুলের কমিটি নিয়ে মামলা করে কাঁদা ছোড়াছুড়ি চলছে এগুলো বন্ধ করতে হবে। কারো কোনো সমস্যা ও পরামর্শ থাকলে আমাকে বললে আমি করে দেব। কিন্তু স্কুল নিয়ে মামলা মোকাদ্দমা চলতে দেবো না।’

শনিবার দুপুরে নারায়ণগঞ্জ হাইস্কুলে জেলা প্রাণিসম্পদ অধিদফতরের আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এখানে করবেন ভালো ইঞ্জিনিয়ারের সাথে কথা বলুন। স্টিলের স্ট্রাকচার দিয়ে দোতলা বা তিন তলা পর্যন্ত যেন স্ট্রাকচার আসে এভাবে শেড বানানো হবে। সে শেডের মধ্যে যখন ইচ্ছা অনুষ্ঠান করা হবে। স্কুলে জায়গা আছে, দুই হাজার চেয়ার বসতে পারে। চারদিকে আরো হাজার খানেক লোক বসতে পারবে। তাহলে এটা সুন্দর হবে।’

অনেকে প্রশ্ন করছিলেন এই গরুওয়ালা এবার গরু বিক্রি করে কী করবে। আমার গরু বিক্রির টাকার একটা অংশ হাইস্কুলের অত্যাধুনিক অডিটোরিয়াম তৈরির জন্য আমি দেব। আমি অনুরোধ করবো ভাল ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলুন।

তিনি আরো বলেন, ‘আজ আমরা সব বাচ্চাদের ডাকতে পারিনি। তাদের মায়েরা চলে এসেছেন তাদের নিতে। ঠান্ডা ও ভালো পরিবেশে কথা শুনতে ভালো লাগে এই অবস্থায় কথা ভালো লাগে না।’


আরো সংবাদ



premium cement