১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাভারে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

- ছবি : প্রতীকী

সাভারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন নিউ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন নাইম (৩০) ও জুবায়ের (৩২)।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, রাত পৌনে ১১টার দিকে নাইম ও জুবায়ের সাভার বাজার বাসস্ট্যান্ড দিয়ে যাচ্ছিলেন, এ সময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নাইমের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় জুবায়েরকে স্থানীয় এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানে তারও মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করেছে।

জানা গেছে, তারা রাজবাড়ী গ্রামের বাসিন্দা ছিলেন এবং সাভার ব্যাংক কলোনী এলাকায় থেকে কাপড়ের ব্যবসা করতেন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement