১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অন-ক্যাম্পাস শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

অন-ক্যাম্পাস শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন - ছবি : নয়া দিগন্ত

শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস প্রোগ্রাম বন্ধ রাখার ঘোষণায় বিক্ষুব্ধ প্রথম বর্ষের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত ২৭ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি বরারব এ বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করা হলেও কোনো উত্তর না পাওয়ায় ফের স্মারকলিপি প্রদান এবং মানববন্ধন কর্মসূচি গ্রহণ করা হয়।

তারা বলেন, পুনরায় ৪৮ ঘণ্টার মধ্যে কোনো প্রতিউত্তর না পেলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলন গড়ে তোলার জন্য অগ্রসর হবে।

পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীরা বলেন, সিন্ডিকেট খসড়া এজেন্ডা সকল শিক্ষার্থীদের অবহিত করণ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের জরুরি ভিত্তিতে অন ক্যাম্পাস প্রোগ্রাম অব্যহত করা প্রসঙ্গে আলোচনার উদ্যোগ গ্রহণ এবং ওই প্রতিনিধি দলের শিক্ষার্থীদের অন্তত চারজনকে অন্তর্ভুক্তকরণ, ভর্তিকৃত ১৬০ জন শিক্ষার্থীর ভবিষ্যৎ পরিকল্পনা সুনির্দিষ্টভাবে উপস্থাপন, শিক্ষার্থী কর্তৃক পরিকল্পিত রিটের সকল ব্যয়ভার ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সাহায্য করণ, প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধন করে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনার্স কার্যক্রম চলমান রাখতে হবে এবং শিক্ষাবান্ধব পরিবেশ সুনিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী আবু সাঈদ, অফিউল হাসান ও প্রশান্ত মজুমদার প্রমুখ।


আরো সংবাদ



premium cement
খাগড়াছড়িতে গাড়ি উল্টে যুবক নিহত ডিসেম্বরের পর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে : গোলাম পরওয়ার অন্তর্বর্তী সরকার সমৃদ্ধ-সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তাব : ম্যাক্রোঁ ও টাস্কের বৈঠক বেনাপোল বন্দরে এলো আমদানি করা ৪৬৮ টন আলু রাজশাহীতে পাহারাদারের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন শ্রমিকদের মাঝে বেতন বৈষম্য দূর করতে হবে : গোলাম পরওয়ার হেলাল হাফিজ : একটি কবিতা লিখে যিনি ছাত্রাবস্থায় তারকাখ্যাতি পেয়েছিলেন পার্লামেন্টে প্রথম বক্তৃতায় যা নিয়ে কথা বললেন প্রিয়াঙ্কা গান্ধী যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী রিশাদ মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করলেন আমিরে জামায়াত

সকল