টাঙ্গাইলের তিন উপজেলায় চেয়ারম্যান হলেন যারা
- টাঙ্গাইল প্রতিনিধি
- ২৯ মে ২০২৪, ২৩:২৫
তৃতীয় ধাপে টাঙ্গাইলের তিনটি উপজেলায় বুধবার (২৯ মে) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলাগুলো হলো টাঙ্গাইল সদর, দেলদুয়ার ও নাগরপুর। ভোট গণনা শেষে রাতেই ফলাফল ঘোষণা করা হয়।
টাঙ্গাইল সদর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো: তোফাজ্জল হোসেন খান। তিনি ভোট পেয়েছেন ৪২ হাজার ৪৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ ফারুক হোসেন পেয়েছেন ৩৫ হাজার ২০৮ ভোট।
দেলদুয়ারে টানা দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন মাহমুদুল হাসান মারুফ। তিনি পেয়েছেন ২৯ হাজার ২৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম শিবলী সাদিক পেয়েছেন ১৮ হাজার ৯৫৪ ভোট।
নাগরপুরে ৩৫ হাজার ৭৪৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কে এম সালমান শামস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুছ ছামাদ পেয়েছেন ১৯ হাজার ৮১৭ ভোট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা