ভাঙ্গায় উপজেলা নির্বাচনে মো: কাওছার চেয়ারম্যান নির্বাচিত
- এ টি এম ফরহাদ, ভাঙ্গা (ফরিদপুর)
- ২৯ মে ২০২৪, ২২:৪৩
ষষ্ঠ উপজেলা পরিষদ তৃতীয় ধাপের নির্বাচনে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো: কাওছার ভূঁইয়া।
তিনি বাংলাদেশ আওয়ামী-যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান নিক্সন চৌধুরী সমর্থক।
মো: কাওছার ভূঁইয়া দোয়াত কলম প্রতিক নিয়ে পেয়েছেন ৬২ হাজার ৮৭০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি কাজী জাফর-উল্লাহ সমর্থক সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মো: মোকলেছুর রহমান সুমন। তিনি ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ৫০ হাজার ৮৩০ ভোট।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে এ বি এম ইব্রাহীম খলিল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুন্জুয়ারা বেগম (ফুটবল প্রতিক) নিয়ে নির্বাচিত হয়েছেন।