সোনারগাঁও হবে বাংলার ঐতিহ্য রক্ষাকারী কারু শিল্পের অন্যতম মডেল : প্রধান বিচারপতি
- সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ২৮ মে ২০২৪, ২২:০১
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‘১৯৭২ সালে শিল্পচার্জ জয়নুল আবেদীন সোনারগাঁকে একটি কারুশিল্পী গ্রাম হিসেবে গড়ে তোলা স্বপ্ন দেখেছিলেন। যেখানে লোকও কারুশিল্পের কারিগররা পরিবার পরিজন নিয়ে বসবাস করবে। সোনারগাঁও হবে বাংলার ঐতিহ্য রক্ষাকারী কারুশিল্পের অন্যতম মডেল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পচার্য জয়নাল আবেদীনের সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সোনারগাঁয়ে জমি ও টাকা বরাদ্দ দিয়েছিলেন শিল্পাচার্য জয়নাল আবেদীনকে তার লোক কারুশিল্প সংরক্ষণাগার গড়ে তোলার জন্য।’
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত শিল্পচার্য জয়নুল আবেদীনের ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লোকজ কারুশিল্পের ভুবন ঐতিহ্যের গৌরব ও সময়ের সঙ্কট শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের লোক হারানো লোকও যে ঐতিহ্যকে পুনরুদ্ধি জীবিত করে সোনারগাঁ লোকও কারুশিল্প ফাউন্ডেশন সংরক্ষণ করবে।’
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শিল্প জয়নুল আবেদীনের স্মৃতিচারণ করে বলেন, ‘শিল্পচার্য জয়নাল আবেদীন বাংলার বিভিন্ন পথে প্রান্তরে লুকিয়ে থাকা লোকজ ঐতিহ্যকে সংরক্ষণ করেছেন।’
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতানের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কাউসার, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিলুর রহমান।
সেমিনারের প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট কারুশিল্পী চন্দ্রশেখর সাহা।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: মাহমুদুল হক, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা সালেহা নূরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, প্রধান বিচারপতি সোনারগাঁও লোকও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং শিল্পাচার্য জয়নাল আবেদীনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল কায়সার বলেন, এই সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের নাম এলেই বঙ্গবন্ধু রহমানের নাম চলে আসে। বাংলার ইতিহাস ঐতিহ্য কৃষ্টি-কালচারের সাথে জড়িয়ে আছে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর আর্থিক সহযোগিতায় ১৯৭২ সালে শিল্পচার্য জয়নুল আবেদীন সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর গড়ে তুলেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই লোক কারুশিল্প জাদুঘরের উন্নয়নের জন্য ১৬০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প দিয়েছেন। সেই উন্নয়ন প্রকল্প বর্তমানে চলমান রয়েছে।’
সেমিনার শেষে প্রধান বিচারপতি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা