১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আড়াইহাজারে ঝড়ে ব্যাপক ক্ষতি

- ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তীব্র বাতাস ও ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে ক্ষতিক্ষস্ত হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির। গত দু’দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পর আজ (মঙ্গলবার) সন্ধ্যায় বিদ্যুৎ চালু করা হয়েছে।

তবে, এখনো পুরা উপজেলায় বিদ্যুৎ চালু হয়নি। পুরো উপজেলায় তিনটি খুঁটি ভেঙে গেছে। ১২টি খুঁটি পড়ে বিদ্যুৎহীন হয়ে পড়ে উপজেলা।

রেমালের তাণ্ডবে উপজেলার বিভিন্ন গ্রামে সহস্রাধিক গাছ ভেঙে গেছে। জলারপড়া কান্দাপাড়া চারটি বাড়ি মেঘনার ভাঙ্গন দেখা দিয়েছে। কালাপাহাড়ায়িা যাত্রী ছাউনি ভাঙ্গনের কবলে পড়েছে। কড়ইতলা রশিদ আহমেদের ওষুধী গাছের বাগান তছনছ হয়ে পড়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।

এ দিকে, রাত থেকে বিদ্যুৎহীন অবস্থায় সীমাহীন ভোগান্তিতে পড়েছেন মানুষজন। অনেকে রাত থেকে পানি উঠাতে না পেরে এখন বিশুদ্ধ খাবার পানির সঙ্কটে আছেন। এছাড়া উপজেলাজুড়ে তীব্র বাতাস ও টানা বৃষ্টিতে কাঁচা সড়কগুলোতে পানি জমে তা চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার শঙ্কাও আছে।

উপজেলায় বিশনন্দী ফেরিঘাট বৈরী আবহাওয়ায় বন্ধ রাখা হয়েছে। মাঝে মাঝে দু’একবার ফেরি চললেও তাতে থাকছে দুর্ঘটনার শঙ্কা।

কালাপাহাড়িয়া এলাকার বাসিন্দা মহিতুল ইসলাম হিরু জানান, আমাদের মেঘনা নদীতে ভাঙন শুরু হয়েছে। এভাবে চললে ঘরবাড়িও ভাঙনে পড়তে পারে।

উপজেলার গোপালদী পৌরসভার পল্লী বিদ্যুতের ডিজিএম সরোয়ার জাহান জানান, বিভিন্ন এলাকায় ঝড় বাতাসে বিদ্যুতের তার খুঁটি পড়ে গেছে, কোথাও কোথায় বিদ্যুতের তারে গাছপালা ভেঙে পড়েছে, এ কারণে বিদ্যুৎ সরবরাহ সমস্যা হয়েছে। আশা করি, বেশিভাগ এলাকায় চালু হয়েছে।


আরো সংবাদ



premium cement
দেলদুয়ারে বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ভালুকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন খুলনায় হাসিনা ফিরে আসার ভিডিও, তদন্তে ৪ সদস্যের টিম বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী পাকিস্তান আরএনপিপিতে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল আধিপত্যবাদমুক্ত একটি ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দিবে জামায়াত : গোলাম পরওয়ার বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিলিয়ন ডলার হারাচ্ছে বাংলাদেশ : গভর্নর

সকল