১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আড়াইহাজারে ঝড়ে ব্যাপক ক্ষতি

- ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তীব্র বাতাস ও ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে ক্ষতিক্ষস্ত হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির। গত দু’দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পর আজ (মঙ্গলবার) সন্ধ্যায় বিদ্যুৎ চালু করা হয়েছে।

তবে, এখনো পুরা উপজেলায় বিদ্যুৎ চালু হয়নি। পুরো উপজেলায় তিনটি খুঁটি ভেঙে গেছে। ১২টি খুঁটি পড়ে বিদ্যুৎহীন হয়ে পড়ে উপজেলা।

রেমালের তাণ্ডবে উপজেলার বিভিন্ন গ্রামে সহস্রাধিক গাছ ভেঙে গেছে। জলারপড়া কান্দাপাড়া চারটি বাড়ি মেঘনার ভাঙ্গন দেখা দিয়েছে। কালাপাহাড়ায়িা যাত্রী ছাউনি ভাঙ্গনের কবলে পড়েছে। কড়ইতলা রশিদ আহমেদের ওষুধী গাছের বাগান তছনছ হয়ে পড়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।

এ দিকে, রাত থেকে বিদ্যুৎহীন অবস্থায় সীমাহীন ভোগান্তিতে পড়েছেন মানুষজন। অনেকে রাত থেকে পানি উঠাতে না পেরে এখন বিশুদ্ধ খাবার পানির সঙ্কটে আছেন। এছাড়া উপজেলাজুড়ে তীব্র বাতাস ও টানা বৃষ্টিতে কাঁচা সড়কগুলোতে পানি জমে তা চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার শঙ্কাও আছে।

উপজেলায় বিশনন্দী ফেরিঘাট বৈরী আবহাওয়ায় বন্ধ রাখা হয়েছে। মাঝে মাঝে দু’একবার ফেরি চললেও তাতে থাকছে দুর্ঘটনার শঙ্কা।

কালাপাহাড়িয়া এলাকার বাসিন্দা মহিতুল ইসলাম হিরু জানান, আমাদের মেঘনা নদীতে ভাঙন শুরু হয়েছে। এভাবে চললে ঘরবাড়িও ভাঙনে পড়তে পারে।

উপজেলার গোপালদী পৌরসভার পল্লী বিদ্যুতের ডিজিএম সরোয়ার জাহান জানান, বিভিন্ন এলাকায় ঝড় বাতাসে বিদ্যুতের তার খুঁটি পড়ে গেছে, কোথাও কোথায় বিদ্যুতের তারে গাছপালা ভেঙে পড়েছে, এ কারণে বিদ্যুৎ সরবরাহ সমস্যা হয়েছে। আশা করি, বেশিভাগ এলাকায় চালু হয়েছে।


আরো সংবাদ



premium cement
স্বাধীনতা যুদ্ধের সঠিক, প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার জামায়াত নেতা ড. তাহের সম্পর্কে সাংবাদিক ইলিয়াসের মন্তব্যের প্রতিবাদ গাজীপুরে নতুন ট্রেন ও অসমাপ্ত বিআরটি লেনে বিআরটি বাস সার্ভিসের উদ্বোধন বেনজীর ও মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা ছিনতাই রোধে রাজধানীতে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ জামায়াতের একজন নেতাও মানবতাবিরোধী অপরাধ করেনি: ড. মাসুদ মালয়েশিয়ায় বেতন না পেয়ে কোম্পানির অফিস ঘেরাও-অবরোধ, যা বলল বাংলাদেশ দূতাবাস সংস্কার বা পরিবর্তন সবকিছু শুরু হয়েছিল বিএনপির হাত ধরেই : মির্জা ফখরুল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৩৭৩

সকল