পাকুন্দিয়ায় মাইক্রোবাসচাপায় স্কুলছাত্র নিহত
- মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)
- ২৬ মে ২০২৪, ১৮:৪৬
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসচাপায় মোস্তাকিম (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
রোববার (২৬ মে) দুপুরে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিম চন্ডিপাশা গ্রামের রফিক মিয়ার ছেলে এবং কোদালিয়া এসআই উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুরের দিকে স্কুলছাত্র মোস্তাকিম সাইকেল মেরামত করতে রাস্তার পাশে দাড়িয়েছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু (পিপিএম) ঘঠনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্রের পরিবারের কোনো অভিযোগ নেই। বিধায় আইনানুক ব্যাবস্থা গ্রহণ করা হয়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা