০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

এবার জাতীয় নির্বাচনে আমাদের লোকেরাও ভোট দিতে যায়নি : বঙ্গবীর কাদের সিদ্দিকী

এবার জাতীয় নির্বাচনে আমাদের লোকেরাও ভোট দিতে যায়নি : বঙ্গবীর কাদের সিদ্দিকী - ছবি : নয়া দিগন্ত

চতুর্থ ধাপে আগামী ৫ জুন অনুষ্ঠেয় সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের উদ্দেশে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আমরা ভোট দিলে ভোট থাকে না, এ কথা ঠিক না। এবার জাতীয় নির্বাচনে আমাদের লোকেরাই ভোট দিতে যায়নি।

শুক্রবার (২৪ মে) বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় বঙ্গবীর এমন কথা বলেন।

বঙ্গবীর আরো বলেন, মানুষ আলসে হয়ে গেছে। ভোট দিতে যায় না। ভোট দিতে যেতে হবে। কেন যেতে হবে? কারণ ভোট একটি সংগ্রাম। এই সংগ্রামে আমাদেরকে জিততে হবে। আলসেমি ছেড়ে দিয়ে সংগ্রামে অবতীর্ণ হতে হবে।

বঙ্গবীরের দল কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী সানোয়ার হোসেন সজিবের সজিবের জন্য ভোট চেয়ে বঙ্গবীর বলেন, সানোয়ার সখীপুর অঞ্চলে সর্বপ্রথম গামছা নিয়ে মেয়র নির্বাচিত হয়েছিল। এবার সে গামছা নিয়ে উপজেলা চেয়ারম্যান হবে।

তিনি আরো বলেন, সানোয়ার নেতা হবে না। সে পাহারাদার হবে। সখীপুর-টাঙ্গাইলে মার্কা একটাই, সেটা হলো গামছা মার্কা। লাঙ্গল-জোয়ালসহ যত মার্কা আছে সবগুলোকে গামছা দিয়ে পেচিয়ে এ দেশটাকে আমরা সাজাব।

বঙ্গবীর বলেন, কালিহাতিতে মানুষ লতিফ ভাইকে ভোট দিয়েছে। উপজেলায় ছোট ভাই আজাদকে ভোট দিয়েছে। সখীপুরে সানোয়ারকে ভোট দিয়ে ঘুষ-দুর্নীতি, ফরেস্টারদের জুলুম, পুলিশের বাহাদুরি, আমরা গলা টিপে ধরতে চাই। যেদিন রেজাল্ট আউট হবে এবং সানোয়ার পাশ করবে সেদিন লাফালাফি অর্ধেক বন্ধ হয়ে যাবে বলেও বঙ্গবীর উল্লেখ করেন।

উল্লেখ্য, আগামী ৬ জুন সখীপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে চেয়ারম্যান পদে সানোয়ার হোসেন সজিবসহ মোট ৬ জন প্রার্থী হয়েছেন। উপজেলায় মোট ভোটার আছে ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ২১ হাজার ৯৪৬ জন ও মহিলা ভোটার ১ লাখ ২১ হাজার ৭৪৪ জন এবং দুজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল