১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজীপুরে আগুন পুড়েছে কলোনির ৭০-৮০টি ঘর

গাজীপুরে আগুন পুড়েছে কলোনির ৭০-৮০টি ঘর - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে অগ্নিকাণ্ড হয়েছে। এতে ওই কলোনীর ৭০ থেকে ৮০টি বসতঘর পুড়ে গেছে।

শুক্রবার (২৪ মে) দুপুরে কালিয়াকৈরের মৌচাকের তেলিরচালা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কলোনির বাসিন্দা গার্মেন্টসকর্মী আ: লতিফসহ কয়েকজন জানান, কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় স্থানীয়দের কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে সারোয়ার ও সুফিয়ানসহ কয়েক ব্যক্তি শতাধিক কক্ষের কলোনি তৈরি করেন। এসব ঘরে গার্মেন্টস শ্রমিকসহ নিম্ন আয়ের বিভিন্ন পেশার মানুষ ভাড়া নিয়ে বসবাস করেন।

শুক্রবার দুপুরে সারোয়ারের কালোনিতে প্রথমে আগুন লাগে। স্থানীয়রা নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার বিষয়টি ফায়ার সার্ভিসে জানানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়। আগুনে কলোনির চারটি গলির প্রায় ৭০-৮০টি ঘর মালামালসহ পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, শুক্রবার দুপুর ১টা ১৫মিনিটে কলোনিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর ও কোনাবাড়ী স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয় ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান।


আরো সংবাদ



premium cement
রাষ্ট্র মেরামতের সময় জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে : তারেক রহমান বিজয় দিবস উপলক্ষ্যে ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা আ’লীগের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ গুম কমিশনের প্রতিবেদনে ভয়াবহ নির্যাতনের চিত্র বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : সোনাগাজীতে আ’লীগ নেতা গ্রেফতার দেলদুয়ারে বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ভালুকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন

সকল