সাভারে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা আহত, স্ত্রী নিহত
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ২০ মে ২০২৪, ১৬:৩০
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের জাদুরচর এলাকায় মোটরসাইকেল এ দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা আহত ও তার স্ত্রী নিহত হয়েছেন।
সোমবার (২০ মে) দুপুরে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী এ তথ্য জানান। এর আগে রোববার রাত ১১টার সময় হেমায়েতপুর থেকে ঢাকায় মোটরসাইকেলযোগে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
তারা হলেন আহত স্বামী রাজধানীর ধানমন্ডি থানায় উপ-পরিদর্শক (এসআই) মো: আরিফ হাসান ও তার নিহত স্ত্রী অহাফিজা আক্তার তানিয়া (৩০)।
পুলিশ জানায়, রোববার রাত ১১টার দিকে আরিফ হাসান তার স্ত্রীকে নিয়ে হেমায়েতপুর থেকে মোটরসাইকেলে করে রাজধানীর দিকে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের সাভারের জাদুরচর ব্রিজ এলাকায় পৌঁছালে একটি গাড়ি পেছন থেকে তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। গাড়িচাপায় আরিফ হাসান ও তার স্ত্রী আহত হন। আহত অবস্থায় আরিফ হাসান ও তার স্ত্রীকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপালে নিলে পুলিশ কর্মকর্তার স্ত্রী মারা যায়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা