কটিয়াদীতে চেয়ারম্যান পদে ৪ প্রবীণ ২ নবীনের লড়াই
- ফখর উদ্দিন ইমরান, কটিয়াদী (কিশোরগঞ্জ)
- ১৯ মে ২০২৪, ১৭:৫৫
দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে (মঙ্গলবার)অনুষ্ঠিত হবে। এ নির্বাচন কটিয়াদী উপজেলার ষষ্ট নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে উপজেলার সর্বত্রই চলছে এখন প্রার্থীদের নিয়ে ভোটের হিসাব নিকাশ।
ফলে এবারের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রবীণ প্রার্থীদের পাশাপাশি নবীনদের দিয়ে চুল চেরা বিশ্লেষণ।
এদিকে প্রচারণার শেষ দিনে এসে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের নিয়ে তাদের সমর্থকেরা নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। বিভিন্ন প্রতিশ্রুতি, মাদকমুক্ত উপজেলা, সন্ত্রাস নির্মূল, শিক্ষার মান উন্নয়ন এবং এলাকার অবকাঠামো উন্নয়নের কথা বলে নিজের প্রতীকে ভোট ভাগে নেয়ার চেষ্টা করছেন। পাশাপাশি মোটরসাইকেল শোডাউন, মিছিল, ভ্রাম্যমাণ জারি গানের আসর ও মাইকিংসহ বিভিন্ন প্রচারণা চালিয়েছেন।
এছাড়া বিএনপি-জামায়াতসহ সমমনা বিরোধী দলের নির্বাচন বর্জন, নির্বাচন বিরোধী প্রচার-প্রচারণা, লিফলেট বিতরণ এবং পথসভা সাধারণ ভোটারদের আগ্রহ আরো কমিয়ে দিচ্ছে। গত ১১ মে উপজেলার কটিয়াদী বাজারের মডেল থানা-সংলগ্ন নদীর বাঁধে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের নেতৃত্বে উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠন লিফলেট বিতরণ শেষে পথসভা করে। আরিফুর রহমান কাঞ্চন ওই পথসভায় বলেন, ফ্যাসিস্ট সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি এবং জনগণ অংশগ্রহণ করবে না।
অন্যদিকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীগণ আশা করছেন ২১ মে নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবেন এবং যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন।
কটিয়াদী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজনসহ মোট ১৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ।
চেয়ারম্যান পদের প্রার্থীরা হচ্ছেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ লায়ন মো: আলী আকবর (দোয়াত কলম), সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম আসাদুজ্জামানের ছেলে মঈনুজ্জামান অপু (ঘোড়া), জেলা পরিষদের সদস্য মো: কামরুজ্জামান (কাপ পিরিচ), মো: নজরুল ইসলাম (আনারস), সাবেক বিতর্কিত সংসদ সদস্য মেজর অব. আখতারুজ্জামান রঞ্জনের ছেলে মো: সাব্বির জামান রনি (কই মাছ) ও সাবেক ছাত্রলীগ নেতা শেখ দিলদার (মোটরসাইকেল) ৷এদের মধ্যে সাবেক সংসদ সদস্য বিএনপির বহিষ্কৃত নেতা মেজর অব. আখতারুজ্জামান রঞ্জনের ছেলে মো: সাব্বির জামান রনি ও মো: নজরুল ইসলাম দু’জন নবীন প্রার্থী ছাড়া বাকি চারজন প্রবীণ প্রার্থী ৷
ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার (তালা), আবু নাঈম (টিয়া পাখি) বদরুল আলম নাঈম (চশমা), মো: মাহমুদুল হাসান (মাইক) সাদেক হোসেন খোকা, মো: চাঁন মিয়া ও মো: সিরাজুল ইসলাম শামীম (টিউবওয়েল) প্রতীকে প্রার্থী হয়েছেন।
এ ছাড়া মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান রোকসানা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাথী বেগম, মোছা: লুৎফা আক্তার ও নূর জাহান আক্তার এ নির্বাচনে অংশগ্রহণ করছেন।
কটিয়াদী উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এবারের নির্বাচনে কোনো কারচুপি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এ ব্যাপারে কমিশনসহ নির্বাচনের সাথে সবাই সজাগ দৃষ্টি রাখছেন। কোথাও কোনো অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও উপজেলা পরিষদ নির্বাচনের আপীল কর্তৃপক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদনির্বাচনী ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষন অনুষ্ঠানে বলেন, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। আচরণবিধি লংঘনের বিষয়েও কমিশন সজাগ দৃষ্টি রাখছেন। নির্বাচনে কোনো প্রকার অনিয়মের সুযোগ নেই। হলেও কমিশন তা প্রতিহত করবে।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। পরে যাচাই-বাছাই এবং প্রত্যাহার শেষে গত ২ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা