নারায়ণগঞ্জে ৫৭টি চোরাই মোবাইলসহ ৭ জন গ্রেফতার
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ১৮ মে ২০২৪, ২০:৪০
নারায়ণগঞ্জের সোনারগায়ের কাচপুরে র্যাবের অভিযানে ৫৭টি চোরাই মোবাইলসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৮ মে) সন্ধায় র্যাব-১১-এর মিডিয়া অফিসার সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিকে এ তথ্য জানানো হয়।
গ্রেফতাররা হলেন মুন্না গাজী (২৪), মো: দুলাল হোসেন (২৮), মো: আলাউদ্দিন বেপারী (৩৬), মো: আনোয়ার হোসেন (২৮), মো: শরীফ (৩২), মো: জুয়েল (৩০) ও মো: সোহাগ আলী (২১)।
র্যাব-১১ জানায়, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল শুক্রবার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের কাচঁপুর এলাকার বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন কোম্পানির পুরাতন ৫৭টি চোরাই মোবাইল ফোন উদ্ধার ও চোরাই মোবাইল বিক্রয়ের নগদ-৪৩ হাজার ৪৬০ টাকাসহ চোরাই মোবাইল ফোনের আইএমইআই পরিবর্তন ও ক্রয়-বিক্রয়কারী চক্রের সাতজন সক্রিয় সদস্যদেরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায় যে তারা পেশাদার চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়কারী। তারা বিভিন্ন মোবাইল ছিনতাইকারীদের কাছ থেকে অল্প দামে চোরাই মোবাইল ক্রয় করে আইএমইআই পরিবর্তনের মাধ্যমে দীর্ঘদিন ধরে সোনারগাঁও কাঁচপুর ও আশপাশের এলাকায় গোপনে অবৈধভাবে চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয় করে আসছে। অবৈধভাবে চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়কারী চক্রের বিরুদ্ধে র্যাব-১১-এর অভিযান অব্যহত থাকবে।