০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

আশুলিয়ায় তুচ্ছ ঘটনায় বন্ধুর হাতে বন্ধু খুন

আশুলিয়ায় তুচ্ছ ঘটনায় বন্ধুর হাতে বন্ধু খুন - ছবি : নয়া দিগন্ত

ঢাকার আশুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর হাতে মঞ্জুরুল ইসলাম (২২) নামের এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত মানিককে (২০) আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ মে) সন্ধ্যায় আশুলিয়ার হাবিব হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে দুপুরে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় হানি পরিবহন নামক বাস কাউন্টারে এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জুরুল ইসলাম দিনাজপুর জেলার উলিপুর থানার মো: মমিনুল ইসলামের ছেলে। তিনি ভাদাইল এলাকায় ভাড়া থেকে বাইপাইল হানি এন্টারপ্রাইজ নামের পরিবহন কাউন্টারে বাসে যাত্রী উঠানোর কাজ করতেন।

আটক মানিক নওগাঁ জেলার বদলগাছি থানার আক্কেলপুর গ্রামের বিদ্যুৎ মিয়ার ছেলে। তারা দুজনে একই কাউন্টারে বাসে যাত্রী উঠানোর কাজ করতেন এবং একে অপরের বন্ধুও ছিলেন।

পুলিশ জানায়, দুপুরে দুজনের মধ্যে বাসে যাত্রী উঠানো নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায় মানিক মঞ্জুরুলকে মারধর করে। এতে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় মঞ্জুরুল। পরে অভিযুক্ত মানিকসহ উপস্থিত অন্যরা তাকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে অভিযুক্ত মানিককে। আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।


আরো সংবাদ



premium cement