গাজীপুরে ব্যবসায়ীর আত্মহত্যা
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ১৮ মে ২০২৪, ২০:২৬
গাজীপুরে দাম্পত্য কলহের জেরে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। বিষপানের প্রায় ৩২ ঘণ্টা পর শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
তার নাম ফজলুল হক (৫০)। তিনি মহানগরীর কোনাবাড়ি থানাধীন আমবাগ উত্তরপাড়া এলাকার রমিজ উদ্দিনের ছেলে।
জিএমপি’র কোনাবাড়ি থানার এসআই মো: সাইদুর রহমান খান জানান, বাড়ির পাশের দোকানে ডেকোরেটরের ব্যবসা করতেন ফজলুল হক। দাম্পত্য কলহের জেরে গত বৃহস্পতিবার (১৬ মে) দিবাগত মধ্যরাতে নিজ ঘরে বিষপান করেন তিনি। স্বজনেরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।