মুন্সীগঞ্জের মধ্য কোর্টগাঁও এলাকার পুকুর থেকে লাশ উদ্ধার
- মুন্সীগঞ্জ প্রতিনিধি
- ১৮ মে ২০২৪, ১৪:৫০
মুন্সীগঞ্জ সদর উপজেলার মধ্য কোটগাঁও এলাকায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় ফিরোজ মিয়া (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকার কাজী কমরউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফিরোজ ওই এলাকার আফছু মুন্সীর ছেলে।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা এসে তার লাশ শনাক্ত করে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ওই ব্যক্তি নিয়মিত মাদকসেবনকারী। নেশাগ্রস্ত অবস্থায় রাতে পুকুরের পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।