কালিহাতীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু
- টাঙ্গাইল প্রতিনিধি
- ১৮ মে ২০২৪, ১৩:১৮, আপডেট: ১৮ মে ২০২৪, ১৯:৩৪
টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে দু’জন ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদরের মরহুম নূর হোসেনের ছেলে আফজাল হোসেন (৫৫) ও মরহুম আয়নাল হকের ছেলে আমির হোসেন (৫২)। তারা দু’জন সম্পর্কে একে অপরের খালাত ভাই।
এ ঘটনায় আহত চারজনকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বীরবাসিন্দা ইউপি চেয়ারম্যান ছোহরাব আলী জানান, নোয়াবাড়ি এলাকায় সকালে হঠাৎ বৃষ্টি নামে। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই কয়েকজন শ্রমিক নোয়াবাড়ি গ্রামের হযরত আলীর ক্ষেতে ধান কাটছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই আফজাল ও আমির হোসেন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।
কালিহাতী থানার এসআই রাজিব হোসেন জানান, ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে কালিহাতী থানায় নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।