১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নির্বাচনী শোভাযাত্রায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যুবক নিহত

- ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বি এম শোয়েবের নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বপ্নীল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শুক্রবার বিকেলে উপজেলার কুমারভোগ ইউনিয়নের চন্দ্রের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্বপ্নীল মেদিনীমন্ডল ইউনিয়নের মাহমুদপট্রি গ্রামের মো: শাহাবদ্দিনের ছেলে এবং গুরুতর আহত চালক নাঈম কুমারভোগ পদ্মা পুনর্বাসন কেন্দ্রের মনু তালুকদারের ছেলে।

সূত্রে জানা গেছে, শোভাযাত্রায় মোটরসাইকেল নিয়ে কিছু দূর যেতে না যেতেই প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী স্বপ্নীল ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ ঘটনায় ওই মোটরসাইকেলের চালক নাঈম গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েব বেপারির হলদিয়ার জনসভায় যোগ দিতে মেদিনীমন্ডলের চেয়ারম্যান আশরাফ খানের নেতৃত্বে প্রায় ১০০ মোটরসাইকেল বহরসহ শোডাউন হয়। এই বহরেই ছিল দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি।

প্রতক্ষ্যদর্শীরা আরো জানায়, জনসভায় যাওয়ার পথে হঠাৎ উল্টা দিক থেকে আশা একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। গুরুতর মাথায় আঘাতপ্রাপ্ত স্বপ্নীলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পদ্মা সেতু (উত্তর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার খবর শুনেছি। তবে এ বিষয়ে আর কিছু জানা নেই। কেউ আমাদের কাছে কোনো অভিযোগ করেনি।

এ বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement