১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কিশোরগঞ্জে দেবরদের হামলায় ভাবি নিহত

নিহত অনুফা আক্তার - ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে দেবরদের হামলায় ভাবি নিহত হয়েছেন। ওই সময় আহত হয়েছেন তার ছেলে।

বৃহস্পতিবার (১৬ মে) রাতে সদর উপজেলার মোল্লাপাড়া আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অনুফা আক্তার (৪৮) মোল্লাপাড়া এলাকার মো: খাইরুল ইসলামের স্ত্রী।

ঘটনার পর হামলাকারী দেবর জহিরুল ইসলাম ও দ্বীন ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, প্রায় ২০ বছর ধরে মোল্লাপাড়া এলাকার খাইরুল ইসলামের সাথে তার ছোট ভাই জহিরুল ইসলাম ও দ্বীন ইসলামের বিরোধ ছিল। বৃহস্পতিবার সকাল থেকে বড় ভাই খাইরুল ইসলামের চলাচলের রাস্তা বন্ধ করে দেয় অভিযুক্ত ছোট দুই ভাই।

সন্ধ্যায় বিদ্যুৎ চলে যাওয়ার পর খাইরুল ইসলামের পরিবারের সদস্যরা বন্ধ থাকা রাস্তা খুলে বাড়ি থেকে বের হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ছোট দুই ভাই ও তাদের পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে খাইরুল ইসলামের ছেলে রাকিব মিয়া ও স্ত্রী অনুফা আক্তারের ওপর হামলা চালায়। এ সময় তাদেরকে কুপিয়ে জখম করে তারা। পরে গুরুতর আহত অবস্থায় রাকিব ও তার মা অনুফা আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে অনুফা আক্তারের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

অনুফা আক্তারের ছেলে রাকিব মিয়া বলেন, আমার চাচা জহিরুল ইসলাম ও দ্বীন ইসলামের সাথে আমার বাবার দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জেরে তারা আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। রাস্তা খুলে ফেলার কারণে আমাদের ওপর হামলা চালায় তারা। বৃহস্পতিবার সন্ধ্যার পর তারা আমাদের বাড়িতে হামলা করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, এ ঘটনায় অভিযুক্ত জহিরুল ইসলাম ও দ্বীন ইসলামকে রাতেই অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। নিহত অনুফা আক্তারের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


আরো সংবাদ



premium cement