১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মুন্সীগঞ্জে ৩ নারী ছিনতাইকারী গ্রেফতারের পর কারাগারে

মুন্সীগঞ্জে ৩ নারী ছিনতাইকারী গ্রেফতারের পর কারাগারে - প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের গজারিয়ায় ছিনতাইয়ের সময় গ্রেফতার তিন নারীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে তাদের আদালতে হাজির করা হলে মুন্সীগঞ্জ আমলী আদালত-৫ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

গ্রেফতাররা হলেন ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা শিপু বেগম (৩৮), গজারিয়া উপজেলার দড়ি বাউশিয়া এলাকার রাবেয়া আক্তার (২২) ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার ময়না বেগম (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার (১৩ মে) বেলা ১১টার দিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্যাটারিচালিত-অটোরিকশায় হাওয়া বেগম নামে এক যাত্রী তার নিজ বাড়ি ফিরছিলেন। ওই সময় হাওয়া বেগমের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং তিন নারী ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে। পরে পুলিশে খবর দিলে তাদের থানায় নেয়া হয়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাজিব খান বলেন, আটকরা সবাই ছিনতাই, ডাকাতি, শিশু অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে দীর্ঘ দিন ধরে জড়িত। তাদের স্থানীয়রা হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement