১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মধুমতিতে জেলেদের জালে ধরা পড়ল ২ শুশুক

মধুমতিতে জেলেদের জালে ধরা পড়ল ২ শুশুক - নয়া দিগন্ত

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীতে ধরা পড়ছে বিলুপ্ত হতে চলা দুটি গাঙ্গেয় শুশুক।

সোমবার (১৩ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের চর নারাণদিয়া ঘাট এলাকায় জেলেরা শুশুক দুটি নিয়ে আসেন। এরপর ট্রলারযোগে তারা সেটি অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী আলী হাসান নামে এক যুবক বলেন, ‘আমরা কয়েকজন মিলে মধুমতী নদীর চর নারাণদিয়া ঘাটে গোসল করতে গিয়ে শুশুক দুটি দেখতে পাই। জেলেদের জালে ধরা পড়া শুশুক দুটি দেখতে সেখানে অনেক মানুষ ভিড় করে। একেকটা শুশুকের ওজন দুই থেকে আড়াই মণ হবে। পরে শুশুক দু’টি জেলেরা ট্রলারে করে কোথায় নিয়ে গেছে তা জানি না।’

পাচুড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মো: আলমগীর হোসেন বলেন, ‘দক্ষিণ চর নারাণদিয়া এলাকার তরিকুল শিকদার নামে একজন জেলের জালে শুশুক ধরা পড়ে। একটি তারা নিয়ে গেছেন। আরেকটি নাকি জেলেরা নদীতে ছেড়ে দিয়েছেন।’

ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার বকুল শিকদার বলেন, ‘দক্ষিণ চরনারানদিয়া গ্রামের আনোয়ার শিকদারের ছেলে তরিকুল শিকদার নামে এক ব্যক্তি একটি মরা শুশুক নিয়ে এসে কেটেকুটে জ্বাল দিয়ে তেল বানাবে বলে জানতে পেরেছি।’

আলফাডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দা.) এস এম লুৎফর রহমান সাংবাদিককে বলেন, ‘বিষয়টি জানা নেই। কেউ জানায়ওনি। আপনার মাধ্যমে জানতে পারলাম।’

শুশুক বা ডলফিন অত্যন্ত উপকারী ও নিরীহ একটা প্রাণী উল্লেখ করে এই মৎস্য কর্মকর্তা বলেন, ‘এ প্রাণী মারা আইনগত অপরাধ। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।’

জানা যায়, বিশ্বের বেশিভাগ দেশ থেকে বিলুপ্ত ডলফিনের মহাবিপন্ন এ প্রজাতি সবচেয়ে বেশি এখনো টিকে আছে বাংলাদেশের নদ-নদীতে। নদী ও প্রকৃতি রক্ষার একটি সূচক হিসেবে বিবেচনা করা হয় এই জলজ প্রাণীকে। তবে নিজ বসতি এলাকা বা নদ-নদীতে বেশ বিপদে রয়েছে এরা। নদী তীরবর্তী এলাকার মানুষ প্রথা বা বিশ্বাসের অংশ হিসেবে ডলফিনের তেল ও অঙ্গপ্রত্যঙ্গ ওষুধ হিসেবে ব্যবহার করে থাকে। এটি করতে জেলেদের মাধ্যমে শুশুক ধরে বা মাছ ধরার সময় জালে আটকা পড়লে তা নিয়ে যান তারা। আবার অনেক ক্ষেত্রে মাছ ধরতে শুশুকের তেল ব্যবহার করা হয়।

এসব কারণে নদীতে গাঙ্গেয় শুশুক কমে আসছে ও হুমকির মুখে পড়ছে। ইতোমধ্যে গবেষকেরা জলাভূমির গুরুত্বপূর্ণ ও বিলুপ্তপ্রায় এ প্রাণীকে রক্ষায় জরুরি পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন।


আরো সংবাদ



premium cement
বাকৃবিতে ১২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ভাষা উৎসব শুরু টঙ্গীতে শূরায়ে নেজামপন্থীদের বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ সীমান্তে নিজের বন্দুকের গুলিতে আহত বিএসএফ সদস্য ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলার হুমকি বোয়ালখালীতে ডোবায় পড়ে শিশুর মৃত্যু আল্লাহর নীতির বাস্তবায়ন ছাড়া শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় : মজিবুর রহমান চাটমোহরে কৃষকলীগ নেতাসহ গ্রেফতার ৭ সাকিবের বোলিং অ্যাকশন বৈধ অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইরানের দুর্বল হওয়া ভারতের জন্য কতটা উদ্বেগের

সকল