১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত - প্রতীকী ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের জামালদী বাসট্যান্ড এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক নিহত ও অপর দু’জন আহত হয়েছেন।

সোমবার (১৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের নাম হাবিব (২২)। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঝাউচর গ্রামের হানিফ ভাণ্ডারির ছেলে। আহত অপর দু’জন মোটরসাইকেল আরোহী শিহাব (২২) ও আল আমিন (২৩)।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, আজ দুপুরে মোটরসাইকেলযোগে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি থেকে সোনারগাঁও উপজেলায় যাচ্ছিল হাবিবসহ তিন বন্ধু। তাদের মধ্যে হাবিব মোটরসাইকেল চালাচ্ছিল, বাকি দু’জন পেছনে বসা ছিল। পথিমধ্যে জামালদী বাসট্যান্ড এলাকায়েএলে মোটরসাইকেল চালক হাবিব নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দিলে মোটরসাইকেলটি উল্টে যায় এবং আরোহী তিনজন গুরুতর হয়। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে প্রথমে হামদার্দ জেনারেল হাসপাতালে পাঠায় স্থানীয়রা। পরবর্তীতে মোটরসাইকেল চালক হাবিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টির সম্পর্কে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: হুমায়ুন কবির বলেন, মোটরসাইকেলটি ওভার স্পিডে চলছিল বলে আমরা জানতে পেরেছি। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দেয়ায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল এবং অটোরিকশা আমাদের হেফাজতে রয়েছে। নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রয়েছে।

 


আরো সংবাদ



premium cement
শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর সিরিয়ায় ইসরাইলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ১২ বছর পর দামেস্কে আবার কার্যক্রম শুরু করল তুর্কি দূতাবাস দেশের মানুষকে নিরাপত্তা দেয়ার জন্য আমরাই যথেষ্ট : আসাদুজ্জামান রিপন জনগণের অধিকার রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধ : খন্দকার মুক্তাদির সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের বোলিং ফেনীতে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত চীনের রাষ্ট্রদূতের সাথে মঈন খানের বৈঠক

সকল