কলেজছাত্রী সামন্তী হত্যায় জড়িত বাসচালকের গ্রেফতার দাবিতে মানববন্ধন
- ফরিদপুর প্রতিনিধি
- ১৩ মে ২০২৪, ১৬:৪৭
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সরকারি কেএম কলেজের মেধাবী শিক্ষার্থী সামন্তী আক্তার নিহতের ঘটনায় জড়িত বাসচালককে গ্রেফতার ও শাস্তি দাবিতে মানববন্ধন করা হয়েছে।
সোমবার (১৩ মে) দুপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বিশ্বরোডে আয়োজিত মানববন্ধনে নিহত সামন্তীর সহপাঠী ও স্থানীয়রা অংশ নেন। মানববন্ধনে সরকারি কেএম কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার মিয়া,অধ্যাপক সরোয়ার হোসেন, ঝর্ণা রানী দাসসহ অন্যরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, বাসা থেকে কলেজে আসার পথে সামন্তীকে একটি বেপরোয়া বাসের চালক পিষে হত্যা করেছে। পুলিশ দুই দিনেও বাসটিকে আটক কিংবা চালককে গ্রেফতার করতে পারেনি। তারা অবিলম্বে চালককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়কের দাবি জানান।
উল্লেখ্য, গত শনিবার সকালে বাসা থেকে কলেজে আসার পথে কৈডুবি সদরদি নামকস্থানে ফরিদপুর-বরিশাল মহাসড়কে একটি বাসের চাপায় সামন্তী নিহত হন। নিহত সামন্তী ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগের শাহাদত মোল্লার মেয়ে।