১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফরিদপুরে হত্যা মামলায় কিশোরের ৮ বছরের কারাদণ্ড

সাজাপ্রাপ্ত ইব্রাহিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত - ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রতিবেশী এক মেয়ের সাথে কথা বলাকে কেন্দ্র করে হত্যা মামলায় ১৭ বছরের কিশোর শাহেদ হত্যা মামলায় ১৭ বছরের আরেক কিশোরকে আট বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (১৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো: হাফিজুর রহমান এ রায় দেন।

সাজাপ্রাপ্ত ওই আসামির নাম ইব্রাহিম মোল্লা। সে আলফাডাঙ্গা উপজেলার চরডাঙ্গা গ্রামের আলম শেখের ছেলে।

রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহিম আদালতে হাজির ছিল।

আদালত তাকে কিশোর উন্নয়ন কেন্দ্রের আটকাদেশ বাতিল করে গ্রেফতারি পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার চরডাঙ্গা গ্রামের জসিম মোল্লার মেয়ের সাথে প্রতিবেশী সৌদি প্রবাসী শেখ সাদির ছেলে শাহেদ শেখের কথা বলাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়।

২০২২ সালের ৩০ জানুয়ারি দুপুর ১২টার দিকে শাহেদ বাড়ির পাশে মুদির দোকানের সামনে গেলে ওই মেয়ের পরিবারের লোকজন লোহার রড ও লাঠিসোঠা দিয়ে পিটিয়ে তার মাথা ফাটিয়ে দেয়। আহতাবস্থায় তাকে স্থানীয় হাসপাতাল থেকে শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাতে তার মৃত্যু হয়।

এই ঘটনায় নিহতের খালু লিটন খান আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের কৌসুলী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট স্বপন পাল বলেন, দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অভিযুক্ত ইব্রাহিম মোল্লাকে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় তাকে আট বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

নিহতের মা শিল্পী বেগম জানিয়েছেন, তিনি এই রায়ে সন্তুষ্ট নন। তিনি উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।


আরো সংবাদ



premium cement
‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই’ পাটখাতে সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : পাট উপদেষ্টা তিউনিসিয়ায় নৌকাডুবি : ৩ দিন সাগরে ভেসে ছিল শিশুটি বিএসএমএমইউ’র ভিসিকে অবরুদ্ধ করে স্নাতকোত্তর কোর্সে ঢোকার চেষ্টা ১৩ চিকিৎসকের অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষক নিহত ডিজিটাল যুগে ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ রিজার্ভ বেড়ে এক হাজার ৯০০ কোটির ঘরে এবার শীত কম হবে, নাকি বেশি জনগণের হয়রানি রোধে জমির ডিজিটাল জরিপ করা হচ্ছে : মহাপরিচালক ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

সকল