১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফরিদপুরে হত্যা মামলায় কিশোরের ৮ বছরের কারাদণ্ড

সাজাপ্রাপ্ত ইব্রাহিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত - ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রতিবেশী এক মেয়ের সাথে কথা বলাকে কেন্দ্র করে হত্যা মামলায় ১৭ বছরের কিশোর শাহেদ হত্যা মামলায় ১৭ বছরের আরেক কিশোরকে আট বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (১৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো: হাফিজুর রহমান এ রায় দেন।

সাজাপ্রাপ্ত ওই আসামির নাম ইব্রাহিম মোল্লা। সে আলফাডাঙ্গা উপজেলার চরডাঙ্গা গ্রামের আলম শেখের ছেলে।

রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহিম আদালতে হাজির ছিল।

আদালত তাকে কিশোর উন্নয়ন কেন্দ্রের আটকাদেশ বাতিল করে গ্রেফতারি পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার চরডাঙ্গা গ্রামের জসিম মোল্লার মেয়ের সাথে প্রতিবেশী সৌদি প্রবাসী শেখ সাদির ছেলে শাহেদ শেখের কথা বলাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়।

২০২২ সালের ৩০ জানুয়ারি দুপুর ১২টার দিকে শাহেদ বাড়ির পাশে মুদির দোকানের সামনে গেলে ওই মেয়ের পরিবারের লোকজন লোহার রড ও লাঠিসোঠা দিয়ে পিটিয়ে তার মাথা ফাটিয়ে দেয়। আহতাবস্থায় তাকে স্থানীয় হাসপাতাল থেকে শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাতে তার মৃত্যু হয়।

এই ঘটনায় নিহতের খালু লিটন খান আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের কৌসুলী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট স্বপন পাল বলেন, দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অভিযুক্ত ইব্রাহিম মোল্লাকে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় তাকে আট বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

নিহতের মা শিল্পী বেগম জানিয়েছেন, তিনি এই রায়ে সন্তুষ্ট নন। তিনি উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল