১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় হতাহত ৩

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় হতাহত ৩ -

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় শের খান (৪৫) নামে এক প্রাইভেটকার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।

জানা গেছে, সোমবার (১৩ মে) সকাল ৮টার দিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুপুরের কলেজ মোড় নামক স্থানে নড়াইল থেকে ছেড়ে আসা নড়াইল এক্সপ্রেস -এর একটি বাস ঢাকা থেকে ছেড়ে একটি প্রাইভেটকারকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাইভেটকার আরোহী নিহত হয়।

নিহত শের খান ঢাকা মিরপুরের রূপনগর এলাকার ছিদ্দিক খানের ছেলে। অপর দুই আহতরা হলেন- প্রাইভেটকার চালক সোহেল ও নড়াইল এক্সপ্রেসের যাত্রী নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার মোস্তফার ছেলে হাফিজুর (৪০)।

মুকসুদপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement