১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফরিদপুরের ওপর দিয়ে চলাচলকারী যানবাহন-চালকদের ডোপ টেস্ট, ১৮ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের ওপর দিয়ে চলাচলকারী যানবাহন-চালকদের ডোপ টেস্ট, ১৮ হাজার টাকা জরিমানা - ছবি : নয়া দিগন্ত

সড়ক দুর্ঘটনারোধে ফরিদপুরের ওপর দিয়ে চলাচলকারী দূর পাল্লার যানবাহনের চালকদের ডোপ টেস্ট শুরু হয়েছে।

রোববার দুপুর ১২টা থেকে শহরের বাইপাস সড়কের মুন্সিবাজার এলাকায় জেলা প্রশাসন কর্তৃক এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিভিন্ন গাড়ির কাগজপত্র, চালকদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষা করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলামের নের্তৃত্বে বিআরটিএ ও সিভিল সার্জেনের ডাক্তারি টিম ও পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।

অভিযানকালে বিভিন্ন অনিয়মে ৫টি গাড়ির বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ডোপ টেস্ট পজিটিভ থাকায় ২ জন গাড়ির চালককে আটক করে নিয়মিত মামলা দায়ের করা হয়। এ সময় তাদের ট্রাক দুটি জব্দ করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুল ইসলাম জানান, জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, সড়ক দুর্ঘটনারোধে চালকদের সতর্ক করতেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যারা মাদকদ্রব্য সেবন করে গাড়ি চালাবেন তাদের নামে মামলা দেয়া হবে এবং ফরিদপুরের ওপর দিয়ে তারা গাড়ি চালিয়ে যেতে পারবেন না।

অভিযানকালে বিআরটিএ’র পরিদর্শক এনামুল হক ইমন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা: আল আমিনসহ পুলিশ ও এপিবিএনের সদস্যরা উপস্থিত ছিলেন।

 


আরো সংবাদ



premium cement