১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাউবি : এসএসসি প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ভিসি অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের হাতে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল তুলে দেন ভর্তি কমিটির সভাপতি ড. মো: জাকিরুল ইসলাম। - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের ভর্তিচ্ছুক যেসকল আবেদনকারী জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি/সমমানের সনদ নেই তাদের ভর্তি পরীক্ষার ফল রোববার (১২ মে) প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীদের ফলাফল www.bou.ac.bd এবং বাউবির সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের হাতে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল তুলে দেন ভর্তি কমিটির সভাপতি ড. মো: জাকিরুল ইসলাম। এ সময় প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন এবং ভর্তি কমিটির সদস্য অধ্যাপক ড. ইকবাল হুসাইন, মেহেরীন মুনজারীন রত্মা, ড. মো: শহীদুর রহমান ও আল-আমিন সরকার উপস্থিত ছিলেন।

উক্ত ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ৪ হাজার ৮৭৮ জন। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয় ৩ হাজার ৯২৭ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আগামী ১৫ মে থেকে ৩১ মে তারিখ পর্যন্ত চলমান থাকবে এবং যেসব শিক্ষার্থীদের জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি/সমমানের সনদ আছে তারাও উক্ত সময়ে ভর্তি হতে পারবেন।

উল্লেখ্য, যেসকল আবেদনকারীর জেএসসি/অষ্টম শ্রেণি/সমমানের সনদ নেই তাদের ভর্তি পরীক্ষা গত ৩ মে তারিখ অনুষ্ঠিত হয়।


আরো সংবাদ



premium cement