৪০ নগরীর সাথে বাংলাদেশের ৩ সিটি করপোরেশনের যুগপৎ যাত্রা শুরু
- শেখ আজিজুল হক, গাজীপুর মহানগর
- ১২ মে ২০২৪, ০৮:০৮
জলবায়ু সঙ্কট মোকাবেলায় রাজধানী ঢাকায় আজ রোববার 'Climate Action plan Launching ceremony' (জলবায়ু কর্মপরিকল্পনা উদ্বোধন অনুষ্ঠান)-এর মধ্য দিয়ে বিশ্বের বৃহৎ ৪০ নগরের সংগঠন 'সি-ফর্টি'-এর সাথে যাত্রা শুরু করছে গাজীপুর, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরপশন।
গাজীপুর সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ জানায়, আজ রোববার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জলবায়ু সংকট মোকাবেলার বহু প্রতীক্ষিত এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। নারায়ণগঞ্জ, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশনের তিন মেয়রকেও এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এ অনুষ্ঠানের প্রধান অতিথি।
'সি-৪০' হলো বিশ্বের নেতৃস্থানীয় শহরগুলির মেয়রদের বিশ্বব্যাপী একটি নেটওয়ার্ক যারা জলবায়ু সংকট মোকাবেলায় একত্রিত হয়েছেন। আগামী প্রজন্মের জন্য সমৃদ্ধ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে লন্ডন, প্যারিস, কলকাতা, নয়াদিল্লিসহ বিশ্বের ৪০টি নগরের সমন্বয়ে এ সংগঠনের যাত্রা শুরু।
এদিকে অনুষ্ঠানটি (Climate Action Plan) উপলক্ষে শনিবার রাতে রাজধানীর হোটেল শেরাটনে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত নেটওয়ার্কিং ডিনারে অংশগ্রহণ করেন বাংলাদেশের সর্ববৃহৎ সিটি করপোরেশনের উপদেষ্টা, স্মার্ট ও আধুনিক গাজীপুরের রূপকার সাবেক মেয়র আলহাজ্ব অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা